কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২ জানুয়ারী, ২০২২ এ ০৯:২৬ PM

সাম্প্রতিক কর্মকান্ড

কন্টেন্ট: পাতা

সাম্প্রতিক কর্মকান্ডঃ

১। রুপকল্প - ২০২১ অর্জনে    আমদানিকারক, রপ্তানীকারক, ও ইনভেন্টরদের  অনলাইন নিবন্ধন সেবা অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM) চালু করা হয়েছে।  এর ফলে বিশ্বের যে কোন প্রান্ত হতে সেবা গ্রহণ করা যাচ্ছে।   অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM)   সেবার মাধ্যমে আমদানিকারক, রপ্তানীকারক, ও ইনভেন্টরদের আবেদন করতে বা নিবন্ধন সনদ পেতে অফিসে আসার প্রয়োজন হচ্ছে না। যার ফলে কোভিড-১৯ সময়কালেও অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM) সেবার মাধ্যমে অফিস কাযক্রম নিয়মিত পরিচালনা করা  সম্ভব হচ্ছে। এতে করে অর্থ, শ্রম, ও সময় সাশ্রয় হচ্ছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন